ভারতে পেঁয়াজের দাম কমে পাঁচ বছরের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১২ ০৯:৪২:৩৮


চলতি বছর ভারতে পেঁয়াজের দাম কমে পাঁচ বছরের সর্বনিম্নে নেমেছে। এতে বড় আকারের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন কৃষকরা। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষকদের সংগঠনগুলো মজুদে সীমা বেঁধে দেয়া, ন্যূনতম রফতানি মূল্য নির্ধারণ ও রফতানি বন্ধ করে দেয়াসহ কেন্দ্র সরকারের সব ধরনের হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

ভারতের বাজারে দু্ই মাসের মধ্যে পেঁয়াজের গড় দাম দাঁড়িয়েছে কুইন্টালপ্রতি ১ হাজার ১০০ রুপিতে, যা ২০১৮ সালের পর সর্বনিম্ন। ওই সময় পণ্যটির দাম কুইন্টালপ্রতি ৮৩৭ রুপিতে নেমে গিয়েছিল।

বর্তমান নিম্নমুখী দামের পেছনে ১০-২০ বছর ধরে সরকারের নেয়া পলিসিগুলোকে দায়ী করেছে কৃষকদের সংগঠনগুলো। এসব সংগঠনের নেতারা বলছেন, বর্তমান বাজারদরের কারণে কৃষকরা তাদের উৎপাদন ব্যয়ও উঠিয়ে আনতে পারছেন না।

বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে ব্যয় হচ্ছে ১৫ রুপি। আরো ৫ রুপি খরচ করতে হচ্ছে মজুদের জন্য। চলতি বছর দাম কেজিতে ২০ রুপি পর্যন্ত পৌঁছার সম্ভাবনা দেখছেন না কৃষক নেতারা। এক্ষেত্রে তারা কেন্দ্র সরকারের প্রতি সহায়তার দাবি জানিয়েছেন।

এনজে