ভারত শুভেচ্ছা হিসেবে বাংলাদেশে ২২০০ টন ডিজেল (গ্যাসওয়েল) পাঠাচ্ছে। ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসবিষয়কমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ডিজেলবাহী ট্রেনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল দিনাজপুরের পার্বতীপুরে জ্বালানিবাহী ট্রেনটি পৌঁছবে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ আনুষ্ঠানিকভাবে তা গ্রহণ করবেন। এ সময় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত থাকবেন।
ভারতীয় হাইকমিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে খুবই তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে বলেছে, এর মাধ্যমে দু’দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ের গুরুত্ব তুলে ধরা হয়েছে। গ ত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ‘নতুন প্রজন্ম, নয়া দিশা’ নামের যে যৌথ ঘোষণা দেয়া হয়েছে তাতে জ্বালানি খাতের সহযোগিতাকে অনেক গুরুত্ব দেয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ২০ মার্চ এনআরএল এবং বিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তার আওতায় ১৩০ কিলোমিটার বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন স্থাপনের কথা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বিপিসির বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতিপুর পেট্রোলিয়াম প্রোডাক্ট ডিপো পর্যন্ত এ পাইপলাইন নির্মাণ করা হবে। এনআরএল ও বিপিসি যৌথ কোম্পানি গঠন করে সমান অংশীদারিত্বের ভিত্তিতে এ পাইপলাইন নির্মাণ করবে। বিপিসির প্রস্তাব মোতাবেক, এনআরএল এ ২২০০ টন ডিজেল শুভেচ্ছা মূল্যে বাংলাদেশে সরবরাহ করছে।