

ফের ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশের যুবারা।
সোমবার (১২ সেপ্টেম্বর) কলম্বোতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দু'দলই।
ম্যাচের ৫১ মিনিটে গাংটের গোলে এগিয়ে যায় ভারত। বক্সের ঠিক বাইরে থেকে তার বাঁ পায়ের বুলেট গতির শট জালে জড়ালে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতের। ৫৯ মিনিটে গাংটের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে ভারতের যুবারা।
ম্যাচের ৬১তম মিনিটে মিরাজুলকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। স্পট কিকে গোল করতে ভুল করেননি মিরাজুল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় সেটি যথেষ্ট হয়নি বাংলাদেশের জন্য। ফলাফল ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিতে হল লাল-সবুজের দলকে।
এম জি