
ভারতের চাল রফতানি পরিমাণ প্রায় ৪০-৫০ লাখ টন কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বিশ্বজুড়ে কৃষিপণ্যটির সরবরাহ সংকট দেখা দিতে পারে। ঊর্ধ্বমুখী চাপের মুখে পড়তে পারে চালের বাজার। ভারতের রফতানিকারকরা এমন উদ্বেগের কথা জানিয়েছেন। খবর দ্য হিন্দু।
বর্তমানে বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশটি সম্প্রতি ভাঙা চাল রফতানি বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি সেদ্ধ চাল বাদে সব ধরনের নন-বাসমতি চালের ওপর আরোপ করা হয়েছে ২০ শতাংশ রফতানি শুল্ক। দেশটিতে চাল উৎপাদন ব্যাপক কমে যাওয়ায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে দাম। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যেই রফতানি বন্ধ এবং রফতানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আন্তর্জাতিক চাল বাণিজ্যে ৪০ শতাংশ বাজার হিস্যাই ভারতের। ২০২১-২২ অর্থবছরে দেশটি সব মিলিয়ে ২ কোটি ১২ লাখ ৩০ হাজার টন চাল রফতানি করে। এর আগের অর্থবছর রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টন। কভিড-১৯ মহামারী শুরুর আগে ২০১৯-২০ অর্থবছরে দেশটি রফতানি করেছিল ৯৫ লাখ ১০ হাজার টন। অর্থাৎ গত অর্থবছর চাল রফতানি মহামারীপূর্ব পর্যায় ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এ বছর পণ্যটি রফতানিতে মন্দার মুখে পড়তে যাচ্ছে দেশটি।
সরকারি তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (এপ্রিল-আগস্ট) ভারত ৯৩ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৮৩ লাখ ৬০ হাজার টন। অর্থাৎ বছরের এখন পর্যন্ত দেশটির রফতানি বেশ ভালো আকারের প্রবৃদ্ধি দেখেছে। কিন্তু নীতিগত পরিবর্তনের কারণে আগামী মাসগুলোয় চাল রফতানি ব্যাপক বাধাগ্রস্ত হবে।
এ বিষয়ে অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশেনের সাবেক প্রেসিডেন্ট বিজয় সেতিয়া বলেন, ভাঙা চাল রফতানি বন্ধ ও নতুন করে ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করায় চলতি অর্থবছর চাল রফতানি কমে ১ কোটি ৬০ লাখ থেকে ১ কোটি ৭০ লাখ টনে নামতে পারে।
এনজে