ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উ. কোরিয়া
প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৬:৪৬:১৩

মধ্যম মাত্রার একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শুক্রবার স্থানীয় সময় সকাল ৫টা ৫৫ মিনিটে দেশটির সাগরের উপকূল থেকে এটি নিক্ষেপ করা হয়।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিকচুন থেকে ব্যালিস্টিক মিসাইলটি নিক্ষেপ করা হয়। যা ৮০০ কিলোমিটার পূর্ব সাগরে (জাপানা সাগরে) গিয়ে পড়ে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













