


জাপানে মহাসড়কের সুরঙ্গ পথে যানবাহনের সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও ৭০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জাপান টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ওই দুর্ঘটনা ঘটে।
হিরোশিমা অঞ্চলের হাচিহোনমাৎসু সুড়ঙ্গের ৮৬০ মিটার ভেতরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে দুই ব্যক্তি মারা যান।
দুর্ঘটনার পরপরেই গাড়ি থেকে বিষাক্ত ধোঁয়া বের হতে থাকে। এসময় মানুষ দৌঁড়ে পালাবার সময় কমপক্ষে ৭০ জন আহত হয় এবং আহত হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। ওই গাড়িগুলো টানেলের ভিতরে দাঁড়িয়ে ছিল। ট্রাকটি ওই গাড়িগুলোকে ধাক্কা দেয়ার পর ওই ট্রাক ও অন্তত আরো একটি গাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটেছে। অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরে গেছে।
মুখপাত্র আরো বলেন, এই ঘটনায় এক নারীসহ দুই ব্যক্তি নিশ্চিতভাবে মারা গেছে। যদিও তাৎক্ষণিকভাবে অপর জন নারী না পুরুষ তা জানা যায়নি।
সানবিডি/ঢাকা/আহো