রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেলেন অমিতাভ!!
প্রকাশ: ২০১৬-০৩-১৮ ১৭:৫৬:০০

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন অমিতাভ বচ্চন? অবাক হওয়ার কিছু নেই। আগামী বছরের মাঝামাঝিতে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে। শুনতে অবাক লাগলেও এমনই প্রস্তাব দিয়েছেন অমিতাভের এক সময়ের সহকর্মী তথা বিজেপি সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা।
শত্রুঘ্ন সাংবাদিকদের বলেন, ‘যদি অমিতাভ দেশের পরবর্তী রাষ্ট্রপতি হন, তা হলে সেটা আমাদের গর্বের বিষয় হবে। সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রে অনেক মাইলস্টোন উনি ইতোমধ্যেই পেরিয়ে এসেছেন। তাই অমিতাভের নাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় আসতেই পারে।’
তার আগে অবশ্য বিজেপির এই লোকসভা সদস্যকেই পরবর্তী প্রেসিডেন্টের আসনে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং বিগ বি। তারই উত্তরে সৌজন্য রক্ষার্থে শত্রুঘ্ন এ কথা বলেছেন।
‘শান’, ‘দোস্তানা’-এর মতো অনেক সুপারহিট ছবিতে দু’জনে এক সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন। এর পর দু’জনের রাস্তা আলাদা হয়ে গেলেও অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহার একে অপরের প্রতি বন্ধুত্ব, শ্রদ্ধা থেকেই গিয়েছে।
কয়েকদিন আগেই মুম্বাইতে শত্রুঘ্ন সিনহার জীবনী প্রকাশ করেছিলেন বিগ বি। সব মিলিয়ে সত্যিই কী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অমিতাভের নাম ভাবা হবে?
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













