
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরের শুরু থেকে কমেছে গম আমদানির পরিমাণ। ২০২১-২২ অর্থবছরের তুলনায় কৃষিপণ্যটির আমদানি কমেছে অন্তত নয়-দশগুণ। ব্যবসায়ী ও মিলাররা বলছেন, দেশীয় বাজারে চাহিদা না থাকায় গম আমদানি কমেছে।
এ বিষয়ে ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে ১৩ হাজার ৮২৪ টন গম আমদানি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১১ হাজার ৫৯১ টন এবং আগস্টে ২ হাজার ২৩৩ টন। যার মূল্য ৪৪ কোটি ৪ লাখ টাকা। অন্যদিকে ২০২১-২২ অর্থবছরের প্রথম দুই মাসে গম আমদানি হয়েছিল ১ লাখ ১ হাজার ২৫৭ টন। যার মূল্য ২৭৩ কোটি ৭ লাখ টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৯-১০ গুণ বেশি। ফলে গত দুই মাসে এ বন্দর দিয়ে গম আমদানি প্রায় ১০ গুণ কমেছে।
এনজে