২৪ শতাংশ ভুট্টা উৎপাদন কমবে ইউক্রেনে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-১৫ ১১:৫০:২২

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে চলতি বছর ইউক্রেনে ২০২১ সালের তুলনায় ভুট্টা উৎপাদনের পরিমাণ ২৪ শতাংশ ও পাঁচ বছরের গড় হিসাবে ৫ শতাংশ কমে ৩ কোটি ২০ লাখ টনে পৌঁছবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শস্য উৎপাদন তদারকি প্রতিষ্ঠান মার্স সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত দেশটির পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে এ কথা জানায়। খবর আরব নিউজ।
বর্তমানে ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ সূর্যমুখী সরবরাহকারী দেশ। আগের বছরের তুলনায় চলতি বছর এর চাষ বা উৎপাদন ১৫ শতাংশ কমে ১ কোটি ৩৯ লাখ টনে পৌঁছবে, যা পাঁচ বছরের গড় হিসাবে ২ শতাংশ কম। প্রকাশিত এক প্রতিবেদনে মার্স জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক আগ্রাসন বা যুদ্ধের কারণে ভুট্টা ও সূর্যমুখীর জমি অনেকাংশে কমে গিয়েছে। এ পরিপ্রেক্ষিতে ফলনের সম্ভাবনা থাকলেও উভয় ফসলের জন্য আমাদের উৎপাদন পূর্বাভাস পাঁচ বছরের গড়ের তুলনায় কম।
মার্স জানায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে বর্তমানে ৪ শতাংশ ভুট্টা, ১০ শতাংশ সূর্যমুখী ও ৭ শতাংশ সয়াবিনের উৎপাদন হুমকির মুখে রয়েছে। শীতকালীর শস্যের মধ্যে নরম গম ২২ শতাংশ, ২০ শতাংশ বার্লি ও ১৩ শতাংশ সরিষা রয়েছে। বিশ্বের অন্যতম সরবরাহকারী দেশ হিসেবে ইউক্রেন চলতি বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে কী পরিমাণ ভুট্টা উৎপাদন ও রফতানি করতে পারবে, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে দ্বন্দ্ব চলমান।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













