
ইউরোপের বাইরের দেশগুলোয় ফ্রান্সের গম রফতানি কমার পূর্বাভাস মিলেছে। প্রতিযোগী দেশগুলোর রফতানি বাড়ায় এমন পূর্বাভাস দিয়েছে কৃষিপণ্যের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফ্রান্সএগ্রিমার।
সম্প্রতি প্রকাশিত সরবরাহ ও চাহিদাসংক্রান্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ২০২২-২৩ বিপণন মৌসুমে ইউরোপের বাইরে ফ্রান্সের গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে এক কোটি টনে। জুলাইয়ে দেয়া পূর্বাভাসে রফতানির পরিমাণ ধরা হয়েছিল ১ কোটি ৩ লাখ টন। তবে রফতানি পূর্বাভাস কমানো হলেও তা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
ফ্রান্স ইউরোপের শীর্ষ গম রফতানিকারক দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশটির রফতানি বেড়ে যায়।
এনজে