

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রস্তভ অন দনে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় ক্রু সহ ৬১ আরোহীর সকলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।
ফ্লাই দুবাইয়ের বিমানটি রাশিয়ার রুস্তভ-অন-দন শহরে শনিবার গ্রিনিচ মান সময় রাত পৌনে ১টায় বিধ্বস্ত হয়। বোয়িং-৭৩৮ বিমানটি দুবাই থেকে আসছিল। বিমানটি অবতরণ করতে চাইলে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিমানটিতে ৫৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/রাআ