
অনেক সময় দেখা যায় বিভিন্ন পিডিএফ ফাইল আপনি সেন্ড করছেন বা পাচ্ছেন। খুলতে গিয়ে বাঁধে বিপত্তি। পাসওয়ার্ড চাওয়া হয়। এই পাসওয়ার্ড যিনি পাঠিয়েছেন তার কাছে থেকে নেওয়া খুবই ঝামেলা। আবার বারবার পাসওয়ার্ড দিয়ে পিডিএফ খোলাও বেশ সময় সাপেক্ষ।
চাইলেই খুব সহজে পাসওয়ার্ড ছাড়াই পিডিএফ ফাইল খোলা। চলুন জেনে নেওয়া যাক উপায়-
যদি আপনার ডকুমেন্টটি ‘ডকুমেন্ট ওপেন’ পাসওয়ার্ড থাকে। সেক্ষেত্রে বেছে নিতে হবে ‘ওকে’ অপশন। আর যদি পারমিশন পাসওয়ার্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে একবার সেই পাসওয়ার্ড দিয়ে ‘ওকে’ ক্লিক করলেই ওই পিডিএফে থাকা পাসওয়ার্ড মুছে যাবে। পরবর্তিতে খুলতে আর পাসওয়ার্ড লাগবে না।
অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে-
সূত্র: অ্যাডব ডটকম
এনজে