বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক লেনদেনের মাধ্যম সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশনের (সুইফট) দুই কর্মকর্তা।
শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেখ্য, সারা বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফট’র সদস্য।
শুভঙ্কর সাহা জানান, রিজার্ভের অর্থ কীভাবে সরানো হয়েছে বা এই অর্থ সরাতে সুফইট মেসেজ কীভাবে ব্যবহার হয়েছে- তা পরীক্ষা করবেন সুইফটের দুই কর্মকর্তা। এছাড়া ঢাকায় সুইফট সিস্টেমে কোনো ত্রুটি থাকলে তা সারাতে এবং প্রয়োজনীয় আপগ্রেডেশনের কাজ করছেন তারা।
ওই দুই কর্মকর্তার নাম-পরিচয় গোপন রেখেই শুভঙ্কর সাহা বলেন, গত বৃহস্পতিবার তারা দুইজন ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, সুইফটের প্রতিনিধিরা নিজেদের সিস্টেম পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক ও সরকার গঠিত তদন্ত দলের সঙ্গেও বৈঠক করবে।