শিরোপা জয়ের অপেক্ষায় বাঘিনীরা
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-০৯-১৯ ১৯:১৪:৫০

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জমজমাট লড়াই হচ্ছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে এক গোল পরিশোধ করে খেলায় প্রাণ ফিরিয়ে এনেছে স্বাগতিক নেপাল।
তবে গোল হজম করার পর নেপালের জালে আরেক গোল দিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাঘিনীরা। খেলার ৯০তম মিনিট পর্যন্ত খেলার স্কোরলাইন ৩-১।
বাংলাদেশের পক্ষে দুই গোল করেছে শামসুন্নাহার জুনিয়র এবং শ্রীমতি কৃষ্ণা সরকার। নেপালের পক্ষে গোল করেছে আনিকা বাসনেত। বাঘিনীদের পক্ষে তৃতীয় গোলটি করেন কৃষ্ণা।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












