চ্যাম্পিয়নদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৯ ১৯:৫১:৪৩

স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
শিরোপা জয়ী নারী দলের ফুটবলার, কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের (বাফুফে) সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল ৩-১ গোলে নেপাল নারী দলকে হারিয়েছে।
বাংলাদেশ দলের হয়ে ম্যাচের ১৩ মিনিটে গোল করেন শামসুন্নাহার। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রানি সরকার। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে এক গোল শোধ করে নেপাল। ৭৭ মিনিটে কৃষ্ণা নিজের দ্বিতীয় গোল করে দলকে শিরোপা এনে দেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












