৮ গোল করে টুর্নামেন্ট সেরা সাবিনা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৯ ২০:৫৭:৪৫


কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে স্বাগতিক নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। দলীয় শিরোপার সঙ্গে ব্যক্তিগত অর্জনেও এগিয়ে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ নারী দলের আক্রমণভাগের সেরা ভরসা সাবিনা খাতুন টুর্নামেন্ট সেরা ফুটবলারের তকমা জিতেছেন। দুই হ্যাটট্রিকে আসরে পাঁচ ম্যাচে আট গোল করেছেন তিনি। এছাড়া আসরের সেরা গোলরক্ষক হয়েছেন পাঁচ ম্যাচের মধ্যে ফাইনালে একমাত্র গোল হজম করা রুপনা চাকমা।

সাবিনা খাতুন আসরে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেন। বাংলাদেশ দল ওই ম্যাচে তুলে নেয় ৩-০ গোলের জয়। পরের ম্যাচ বাংলাদেশ ৬-০ গোলে পাকিস্তানকে উড়িয়ে দেয়। নারী দলের অধিনায়ক সাবিনা ওই ম্যাচে হ্যাটট্রিক করেন। এরপর ভারতের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বল জালে পাঠাতে পারেননি তিনি।

তবে সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ নারী দল। ওই ম্যাচে সাতক্ষীরার মেয়ে সাবিনা জোড়া গোল করেন। আসরে তার গোল সংখ্যা গিয়ে আটে দাঁড়ায়। ফাইনালে নেপালের বিপক্ষে গোল না পেলেও আক্রমণে নেতৃত্ব দিয়েছেন সাবিনা। কৃষ্ণাকে দিয়ে এক গোল করান তিনি।

এম জি