ডেল্টা লাইফের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২০ ১৬:৩৫:৫৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্ব গ্রহণ করেছে কোম্পানিটির ৮ সদস্যের পুনর্গঠিত পরিচালনা পর্ষদ। অনাড়ম্বর পরিবেশে আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন কোম্পানিটির বিদায়ী প্রশাসক মো. কুদ্দুস খান।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ডেল্টা লাইফের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুনায়েদ শফিকসহ একাধিক পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীমা কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) ডেল্টা লাইফের প্রশাসককে অব্যাহতি দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একইসাথে প্রতিষ্ঠানটি পরিচালনায় ৮ সদস্যের পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।
চলতি বছরের ২৪ জুলাই আইডিআরএ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ডেল্টা লাইফে সমঝোতার মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আইডিআরএ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ও ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদের সদস্য ও নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এরপর গত ২২ আগস্ট ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ গঠনের সমঝোতা চুক্তি অনুমোদন দেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ শুনানী শেষে এই অনুমোদন দেন।
এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে আইডিআরএ। কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। সবশেষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন আইডিআরএ’র সাবেক সদস্য কুদ্দুস খান।
এএ