

অনেক দিন পর্দায় নেই মল্লিকা। না কোনো ছবিতে, না কোনো আইটেমে। আর এই জন্যই সংবাদেও ছিলেন না তিনি। কিন্তু আবার মিডয়ায় তার গল্প। আবার তিনি সংবাদ।
এবার তিনি সংবাদ হলেন বিয়ের ঘোষণা দিয়ে। ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মল্লিকা শারাওয়াত এখন প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
তিনি স্বীকারও করেছেন, ফরাসি ধনকুবের সিরিল অক্সেফঁসের সঙ্গে বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন তিনি। বেশ কিছু দিন চোর-পুলিশ খেলার পর মল্লিকা এ বার খুল্লামখু্ল্লা স্টাইলে মিডিয়ার সামনে ফাঁস করলেন প্রেম কাহিনী।
সিরিলের সঙ্গে পরিচয়ের প্রথম দেখাতেই প্রেমের শুরু। ভ্যালেন্টাইন ডে-তে মল্লিকাকে উপহার দিয়েছেন বহু মূল্য একটা গাড়ি। আপাতত সেই গাড়িতেই এখন সব জায়গায় দেখা যাচ্ছে মল্লিকাকে।
তাহলে কি ৪০ পেরুনো এই বলি সুন্দরী অবশেষে ডাবল হচ্ছেন! সে জবাবের জন্য তার ভক্তদের কিছুদিন অপক্ষো করতে হবে।
সানবিডি/ঢাকা/এসএস