বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করবে সরকার
আপডেট: ২০১৫-১০-১৪ ১৬:৫০:৩০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, পিএসসির আদলে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিআরসি) গঠন করবে সরকার। আগামী ১ মাসেই মধ্যে কমিশন গঠন করা হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পৃথক বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিআরসি) গঠন করা হবে। গঠন প্রক্রিয়া শেষ হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করা হবে।
মন্ত্রী জানান, সরকারি অনুদান ও আর্থিক সহায়তা পাওয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বিদ্যমান সমস্যা সমাধানে এমন উদ্যোগ নেওয়া হবে।
তিনি আর বলেন, এনটিআরসিএ’র পরীক্ষা শূণ্য পদের সংখ্যা নির্ধারিত না থাকায় ৪০ শতাংশ নম্বর পেয়ে শূন্য পদের তুলনায় অধিক প্রার্থী হচ্ছে, উত্তীর্ন প্রার্থীদের মেধা তালিকার বিধান না থাকায় ও প্রার্থী সংখ্যা অনেক বেশি হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় বাণিজ্যসহ অনেতিক পথ অবলম্বনের প্রবণতা দেখা যাচ্ছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













