বৃষ্টি আইনে ভারতকে হারালো পাকিস্তানি মেয়েরা
প্রকাশ: ২০১৬-০৩-১৯ ২০:৪১:১৪

X during the Women's ICC World Twenty20 India 2016 match between India and Pakistan at Feroz Shah Kotla Ground on March 19, 2016 in Delhi, India.

নারী -টি-২০ বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে বৃষ্টি আইনে ভারতকে ২ রানে হারালো পাকিস্তান।
দিল্লীর ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৭ উইকেটে ৯৬। জবাবে ১৬ ওভারে ৬ উইকেটে ৭৭ রান করার পর বৃষ্টি আসে। পরে আর খেলাই মাঠে গড়াতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য যায় বৃষ্টি আইনে।
আর বৃষ্টি আইন মাত্র ২ রানে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












