হিলিতে কেজিতে ৫-৬ টাকা বেড়েছে চালের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৯-২৫ ০৯:৪৪:০৬

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আতপ চাল আমদানি বন্ধ রয়েছে ১৩ দিন ধরে। তবে বন্দর দিয়ে অন্য চাল আমদানি অব্যাহত রয়েছে। এসব চালে ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপের ফলে আমদানি করে লোকসান গুনতে হচ্ছে। এ কারণে আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। ফলে চালের দাম কেজিতে ৫-৬ টাকা করে বেড়েছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, প্রত্যেক গুদামেই কম-বেশি আতপ চাল মজুদ আছে। এর পরও দাম বেশি। আগে প্রতি কেজি ৩৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৪১-৪২ টাকায়।
হিলি স্থলবন্দরে চাল কিনতে আসা পাইকার আশরাফুল ইসলাম বলেন, বাড়তি দামের কারণে আমরা চাল কিনতে পারছি না। সে সঙ্গে ট্রাক ভাড়াও বাড়তি। টনপ্রতি ভাড়া ১ হাজার ৪০০ থেকে বেড়ে ১ হাজার ৭০০ টাকায় পৌঁছেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বন্দর দিয়ে শুধু সেদ্ধ চাল আমদানি অব্যাহত আছে। আর আতপ চাল আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। শুল্ক বাড়ার কারণে ভারতের রফতানিকারকরা আতপ চালের বাড়তি দাম হাঁকছেন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













