কী আছে অ্যাপলের পরবর্তী আইফোনে?
প্রকাশ: ২০১৬-০৩-২০ ১২:২৭:১০

আইফোনের পরবর্তী সংস্করণ ‘আইফোনএসই’২১ মার্চ উন্মুক্ত হচ্ছে। এর আগে প্রযুক্তি বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে প্রযুক্তি ‘জায়ান্ট’ অ্যাপলের ‘আইফোনএসই’র তথ্য ফাঁসের দাবি করা হয়েছে।
এসব তথ্যমতে, চার ইঞ্চি ডিসপ্লের নতুন আইফোনের নকশা ও ফিচারে ‘আইফোন৫এস’ এবং ‘আইফোন৬এস’ এর সমন্বয় রয়েছে। উন্নতমানের ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সুবিধা ও ফোরকে ভিডিও রেকর্ডিং প্রযুক্তির পাশাপাশি ‘আইফোনএসই’ হবে অ্যাপল পে ‘সাপোর্টেড’।
তবে ‘আইফোনএসই’র বেশিরভাগ হার্ডওয়্যারই থাকছে ‘আইফোন৬এস’ এর অবিকল। একই প্রসেসর, চিপ ও রিয়ার ক্যামেরা দিয়েই তৈরি হচ্ছে এটি।
অ্যাপলের আগের দুটো সংস্করণের সঙ্গে মিল থাকার কারণে অবশ্য ‘আইফোনএসই’র নাম ‘আইফোন৬সি’ কিংবা ‘আইফোন৫এসই’ রাখার কথা ছিল। গত মাসে নামটি পরিবর্তন করা হয়।
আগের সংস্করণের মতোই ডানদিকে থাকছে ‘আইফোনএসই’র পাওয়ার বাটন। ৪০০ থেকে ৬০০ মার্কিন ডলারের মধ্যেই ফোনটি বাজারে ছাড়বে অ্যাপল। সূত্র: টেক টাইমস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













