

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়েছেন ওপেনার সাব্বির রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। তৃতীয় ওভারে আউট হন লিটন দাস।
বাংলাদেশ ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার মেহেদি মিরাজ ৬ রান করেছেন। তার সঙ্গী আফিফ হোসেন। তিনে নামা লিটন দাস ১৩ রান করে আউট হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে কোন জয় পায়নি বাংলাদেশ। বিশ্বকাপের আগে পরীক্ষার ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান। কিন্তু টস তার পক্ষে আসেনি।
বাংলাদেশ একাদশ:
সাব্বির রহমান, মেহেদি মিরাজ, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান(অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
সংযুক্ত আরব আমিরাত একাদশ:
আয়ান আফজাল খান, আয়ান লাকরা, বাসিল হামিদ, চিরাত সুরি, জুনাইড সিদ্দিক, কার্তিক মায়াপান, চুন্দাগাপইল রিজওয়ান, সাবির আলী, বৃত্ত অরবিন্দ, মোহাম্মদ ওয়াসেম, জওয়ার ফারিদ।
এম জি