দাদরির ঘটনায় মুখ খুললেন মোদি
আপডেট: ২০১৫-১০-১৪ ১৬:৩৫:৪৫

অবশেষে নিরবতা ভেঙেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের দাদরি গ্রামের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি পাকিস্তানি সঙ্গীতশিল্পী গোলাম আলির কনসার্ট বাতিলের বিষয়টিকেও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।
গত ৩০ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশে দাদরি গ্রামে গো-মাংস খাওয়ার অভিযোগে মোহম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কয়েকজন। তবে এতে সমালোচক ও বিরোধী পক্ষ আঙ্গুল তুলছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দিকেই। তাদের অভিযোগ, এ হত্যাকাণ্ডে মোদির দলের কর্মীরাই জড়িত।
অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনায় কেন্দ্র সরকারের কোনো ভূমিকা নেই। বিজেপি কখনোই এ ধরনের ঘটনাকে সমর্থন করে না। এসব ঘটনাকে সামনে এনে প্রতিপক্ষরা আসলে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি করছেন।
এদিকে, পাকিস্তানি সঙ্গীতশিল্পী গোলাম আলির কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ৮ অক্টোবর। কিন্তু শিবসেনার হুমকির মুখে তা আর অনুষ্ঠিত হয়নি। এ ঘটনাকেও দাদরির ঘটনার মতো অনভিপ্রত বলে মন্তব্য করলেও এর বেশি মুখ খোলেননি মোদি।
সাক্ষাৎকারে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার চর্চা করা বিজেপি এসব ঘটনায় জড়িত কাউকেই সমর্থন করে না।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













