

হাথুরুসিংহের কম্বিনেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ। স্মিথ বলেন, আমরা জানি বাংলাদেশ কী করতে পারে। আমরা সেভাবেই প্রস্তুত হচ্ছি।
গতকাল সংবাদ সম্মেলনে অজিদের কম্বিনেশন নিয়ে হাথুরুসিংহে বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া নিজেদের কম্বিনেশন নিয়েই নিশ্চিত নয়। আর এটাই তাদের দুর্বলতা।’ একদিন বাদে স্মিথ বলে দিলেন, ‘আমার মনে হয় না এই বিষয়টি বাংলাদেশের জন্য বিশাল কোনও সুবিধা বয়ে আনবে। আর আমরা আমাদের কম্বিনেশন নিয়েই চিন্তা করছি। এই কন্ডিশনে আমাদের ক্রিকেটাররা কিভাবে খেলে সেটাই দেখছি। আমরা জানি বাংলাদেশের কাছে কি কি প্রত্যাশা থাকবে। আর সেভাবেই আমরা প্রস্তুত আছি। ’
পিচ প্রসঙ্গে অজি অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে পিচে ঘাস রয়েছে, সঙ্গে ভেজাও রয়েছে। আমার মনে হয় না গত কিছু দিনের মতো সেভাবে টার্ন করবে। আমার কাছে উইকেট ভালোই দেখাচ্ছে।’
তাসকিন-সানির না থাকা নিয়ে প্রশ্ন করা হলে স্মিথ বলেন, ‘ওদের লাইন আপে বেশকিছু ভালো বোলার আছে। আমরা কোনও দলকেই খাটো করে দেখি না। এ নিয়ে আমরা ভাবছি না। আমাদের কাছে আমরা কিভাবে ভালো খেলি আর নিয়ন্ত্রণে রাখি সেটাই দেখার বিষয়। যদি এগুলো ঠিক ঠাকভাবে করতে পারি তাহলে কালকে সফল হতে পারব।’
কালকের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা এমন প্রশ্নে স্মিথ আরও বলেন, ‘বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক উন্নতি করেছে এবং কোচ হাথুরুসিংহেও তাদের অনেক কিছু শিখিয়েছে। হাথুরুসিংহের সঙ্গে নিউসাউথ ওয়েলসে কাজ করার অভিজ্ঞতা আমারও রয়েছে।’
সানবিডি/ঢাকা/আহো