টানা তৃতীয় হার মেয়েদের!

প্রকাশ: ২০১৬-০৩-২০ ১৯:৫৮:৫০


624567330_106394নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হার দেখল বাংলাদেশ নারী দল। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৯ রানে হেরে গেছে জাহানারারা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮.৩ ওভার ব্যাট করে অলআউট হওয়ার আগে বাংলাদেশ তোলে ৯৯ রান। ক্যারিবীয় ওপেনার ম্যাথুজ ৪২ বলে ৪১ আর স্টেফাইন টেইলর ৪১ বলে ৪০ রান করেন। দুই ওপেনারকে ফেরান নাহিদা আক্তার।

তিন নম্বরে নামা ব্রিটনি কুপার করেন ৯ রান। চার নম্বরে ডোটিন ১১ বলে তিনটি বাউন্ডারিতে ২৪ রান করেন। শেষ দিকে স্টেসি কিং ১৫ বলে ২০ ও ক্যাম্পবেল ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার সানজিদা ইসলাম ১৪ ও শারমিন আক্তার ১১ রান করে বিদায় নেন। তিন নম্বরে নামা ফারজানা হকের ব্যাট থেকে আসে ১৭ রান। সালমা খাতুন ৮, রুমানা আহমেদ ৪ রান করে সাজঘরে ফেরেন।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা শেষ দিকে ২৭ বলে ২৭ রান করেন। জাহানারা (০), ফাহিমা খাতুন (১), লতা মন্ডল (১), রিতু মনিরা (০) ছিলেন যারপরনাই ব্যর্থ।

সানবিডি/ঢাকা/আহো