আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারের বিপরীতে চীনের ইউয়ানের রেকর্ড দরপতন হয়েছে। ২০১১ সালে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে নতুন করে আত্মপ্রকাশ করে চীনের ইউয়ান। এরপর বুধবার ডলারের বিপরীতে ইউয়ানের সবচেয়ে বড় দরপতন হয়েছে।
চীনের মূল ভূখণ্ডের বাইরে বুধবার এক ডলার কিনতে খরচ করতে হয়েছে ৭.২৩৮৬ ইউয়ান।
বিবিসি জানায়, ২০০৮ সালে বৈশ্বিক আর্থিক সংকটের পর সর্বনিম্ন দরপতন হয় ইউয়ানের।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের সুদহার বাড়ায়। এরপর বিশ্বের অন্যন্য মুদ্রাগুলোর বিপরীতে বাড়তে থাকে ডলারের মান।
গত শুক্রবার বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা ব্রিটিশ পাউন্ডে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন হয়। এবার ডলারের বিপরীতে বড় দরপতন হলো চীনের ইউয়ানের।
চীনা মুদ্রার অবনমনের খবরের মধ্যে বুধবার এশিয়ার বড় পুঁজিবাজারগুলোতে সূচকে ধস নামে।
সকালে লেনদেনের সময় জাপানের নিক্কেই, হংকংয়ের হ্যাং সেং এবং সাউথ কোরিয়ার কসপির সূচক কমে ২ শতাংশের বেশি।
ইউয়ানের পতন ঠেকাতে কাজ করছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)। এর অংশ হিসেবে চীনা ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রার সঞ্চয়নের সীমা কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংকটকালে ডলারে বিনিয়োগকে নিরাপদ মনে করেন অনেকে। এটি অন্য মুদ্রার বিপরীতে ডলারকে শক্তিশালী করায় ভূমিকা রেখেছে।
সূত্র: বিবিসি