‘পালকি’ অ্যাপে দেখা যাবে বাংলাদেশের সব টিভি চ্যানেল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-২৮ ২২:০৩:২৯
অনলাইনে দেশের সমস্ত টিভি চ্যানেল দেখার সুযোগ এনেছে নিউইয়র্কভিত্তিক টিবিএন পরিবার এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। এ দুই প্রতিষ্ঠান মিলে নিয়ে এসেছে চমক জাগানো অ্যাপ ‘পালকি’।
হাতের মুঠোয় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করেছে পালকি। এই অ্যাপে দেখা যাবে বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশিদের সংযুক্ত করাই এই মোবাইল অ্যাপটির লক্ষ্য।
এই অ্যাপে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে পরিচালিত বাংলাদেশের ৩৯টি চ্যানেল এবং টিবিএন২৪ টেলিভিশন দেখা যাবে।
পালকির যাত্রা উপলক্ষে নিউইয়র্কে আয়োজন করা হয় এক জমকালো একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দিপু মনি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় হয় জমকালো একটি অনুষ্ঠানটি।
উদ্যোক্তারা জানিয়েছেন, বাংলাদেশের সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে মিলে মিশে আছে ‘পালকি’। আদি এই বাহনটির নামেই ব্যতিক্রমধর্মী অ্যাপ এলো প্রকাশ্যে। পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই পালকি অ্যাপটি, অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ডাউনলোড করে, চ্যানেলগুলো দেখা যাবে।
এএ