ব্যাংক ও পুঁজিবাজার মেলার পর শহর ও গ্রামের সব মানুষকে বীমা সর্ম্পকে সচেতন করতে তিনদিন ব্যাপী বীমা মেলা ২০১৬ আয়োজন করেছে আইডিআরএ। 'নিরাপদ ভবিষ্যতের জন্য বীমা' এই স্লোগান নিয়ে আগামীকাল বুধবার মেলা শুরু হবে। তিনদিন ব্যাপী এই মেলা চলবে আগামী ২৫ মার্চ শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। বীমা খাত সম্পর্কে ভ্রান্ত ধারনা দূর করতে মেলায় দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বীমা বিষয়ক সেমিনার। থাকছে বীমা খাতের চাকুরি সংক্রান্ত তথ্য প্রদানের সুযোগ। পাশপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল প্রতিষ্ঠানটির মিলনায়তনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেফাক আহমেদ বলেন, জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পার্শ্ববর্তী দেশ ভারতসহ বেশির ভাগ দেশের বীমা খাতের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু আমাদের বীমা খাত এখানো নিরস। এ শিল্পে জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি এর প্রচার ও প্রসার ঘটাতে প্রথমবারের মতো বীমা মেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও আগামীতে বিভাগীয় ও জেলা পর্যায়ে মেলা করার পরিকল্পনা রয়েছে এবং জাতীয় ভাবে বীমা দিবস পালনের লক্ষ্যে কার্যক্রম চলছে।
আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, “বীমা নীতির আলোকেই এই মেলা করা হচ্ছে। এতে মানুষ বীমার উপকারিতাগুলো বুঝতে পারবেন। এতে তারা বীমা সর্ম্পকে নেতিবাচক ও ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে। আশা করছি এর ফলে বীমা করতে মানুষ আরো বেশি আগ্রহ পাবে। বীমা দাবী নিয়ে কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, আগের তুলনায় বীমা কোম্পানিগুলো ৯০ শতাংশ বীমা দাবী পরিশোধ করেছে। তবে দাবী পরিশোধে যেসব কোম্পানি গড়িমসি করছে। তারা যাতে দ্রুত বীমা দাবী পরিশোধ করেন সে লক্ষ্যে আইডিআরএ আলাদা বীমা সেল গঠন করেছে। শুধু তাই নয় বীমা মেলায় লাইফ ও ননলাইফ মোট ৩০টি কোম্পানি ১ হাজার গ্রাহককে বীমা দাবি পরিশোধে চেক হস্তান্তর করবে।”
সংবাদ সংম্মেলনে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (আইডিআরএ) চেয়ারম্যান শেফাক আহমেদ, অর্থ মন্ত্রনালয় বিএফআইডি যুগ্ম সচিব মো: শফিকুল ইসলাম, আইডিআরএ সদস্য সুলতান উল আবেদন, জুবের আহমেদ খান, মো. মুরশিদ আলম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীর পরিচালক(যুগ্ন-সচিব) আহমেদুর রহিমসহ বীমা মেলা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/রাআ