

‘আইসিসি পরিকল্পিতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রতিভা ধ্বংসের চক্রান্তে মেতেছে। তাসকিন ও সানি আইসিসি’র তিন মোড়লের (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড) ষড়যন্ত্রের শিকার।’ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দুই প্রতিভাবান ক্রিকেটার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে দ্রুত ফিরিয়ে আনা ও নিষিদ্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধনে শিক্ষার্থীরা এসব কথা বলেন।
‘রাবির ক্রিকেট ভক্ত শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা আরো বলেন, আমরা এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। আশা করি বিসিবি দ্রুত তাসকিন ও সানিকে ক্রিকেটে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নিবে।
মানববন্ধনে রাবির আইইআর বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী খুর্শিদ রাজিবের সঞ্চালনায় বক্তব্য দেন, আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদমানুল ইসলাম, আইইআর প্রথম বর্ষের রাতুল, ফোকলোর প্রথম বর্ষের রফিজ, মার্কেটিং প্রথম বর্ষের কাফি প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ