

দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে। লিটারে তা কমেছে ১৪ টাকা।বোতলজাত ১ লিটার তেলের মূল্য ১৭৮ টাকা এবং ৫ লিটারের দর ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ভোজ্যতেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, সয়াবিন তেলের নতুন দাম মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এএ