
বৈশ্বিক বাজারে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাস বড় পরিসরে উত্তোলন কমাতে সম্মত হবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণেই মূলত জ্বালানি পণ্যটির দাম বেড়েছে। এছাড়া শক্তিশালী চাহিদা ও রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞাও দাম বাড়াতে সহয়তা করছে।
মঙ্গলবার আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ৭৯ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৯ ডলার ৬৫ সেন্টে। এর আগের কার্যদিবসে বাজার আদর্শটির দাম ৪ শতাংশ বেড়েছিল।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬০ সেন্ট বা দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৪ ডলার ২৩ সেন্টে। এর আগের কার্যদিবসে বাজার আদর্শটির দাম ৫ শতাংশ বেড়েছিল।
এ বিষয়ে ওপেক প্লাসের একটি সূত্র জানায়, অনুষ্ঠিত বৈঠকে ওপেক প্লাসের নেতারা অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ১০ লাখ ব্যারেলেরও বেশি কমাতে পারে। তার ওপর সদস্য দেশগুলোয় এককভাবেও উত্তোলন কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারে।
এনজে