

তাঁদের বিচ্ছেদের গুঞ্জন তো বি-টাউনে নতুন নয়। এ নিয়ে ইদানীং কালে বেশ কিছু নিউজপ্রিন্টও খরচ হয়েছে। তা বলে কি আর ফিরে আসতে নেই?
তাঁরা হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। শনিবার কলকাতায় পাক বধের মহাযজ্ঞে বিরাট যখন ৩৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেললেন তখন অনুষ্কার ভূমিকা কী হতে পারে?
নিশ্চয়ই ভাবছেন, এক বার যখন আড়ি হয়েই গিয়েছে তখন বিরাট যা খুশি অ্যাচিভ করুন না কেন, তাতে কিছুই এসে যায় না নায়িকার। ভুল ভাবছেন।
অমন দুর্দান্ত ইনিংসের পর বিরাটকে অভিনন্দন জানিয়ে নাকি মেসেজ করেছেন অনুষ্কা! যতদূর জানা যাচ্ছে, সেই মেসেজের এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি বিরাট।