নভেম্বরে বন্ধ করে দেওয়া হবে ৩০ লাখ মোবাইল সিম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৫ ১৯:১০:০৮


বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র এক সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর মাস থেকে দেশে প্রায় ৩০ লাখের মতো সচল সিমকার্ড বন্ধ হতে পারে।

বিটিআরসি বলছে, জাতীয় পরিচয় পত্র দিয়ে একজন ব্যক্তি ১৫ টি সিম কিনতে পারে। কিন্তু অনেক ব্যক্তিই নির্দিষ্ট পরিমানের বেশি সিম কিনে ফেলেছেন। এরকম সিম কার্ডের সংখ্যা ত্রিশ লাখের বেশি। বিটিআরসির ঘোষনা অনুযায়ী, অতিরিক্ত এই সিম কার্ডগুলোই বন্ধ করে দেওয়া হবে। জানা গেছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত গ্রাহক কোন নাম্বার চালু রাখবেন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করতে পারবে।

অপারেটর সুত্র বলছে, ১৫ টির বেশি সিম ক্রয় করা ব্যক্তিদের সাথে যোগাযোগ করে জানার চেষ্টা করছেন কোন সিম গ্রাহক চালু রাখতে চান। বিটিআরসি জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রি-পেইড, পোস্ট পেইড মোবাইল অপারেটর নির্বিশেষে সিম/রিমের সর্বমোট সংখ্যা ১৫ নির্ধারণ করা হয়েছে। এখন থেকে ওই সীমার বাইরে কোনো গ্রাহক (করপোরেট গ্রাহক ব্যতীত) সিম/রিম নিবন্ধন করতে পারবেন না।

এএ