

আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামালের মেয়ে নাফিজা কামাল বলছেন, ‘আমার বাবা এখন বিসিবি কিংবা আইসিসিতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতো। মাশরাফিকে একা কাঁদতে হতো না।’
নাফিজা কামালও দিন দিন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে গঠে তুলছেন। ইতিমধ্যে বিপিএলে দল কিনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলাদেশ ক্রিকেটের খবরাখবর রাখেন নিয়মিত। ইডেন গার্ডেনে বসে পাকিস্তান-বাংলাদেশ ম্যাচটিও দেখে এসেছেন।
সোমবার নিজের ফেসবুক পেজে নাফিজা কামাল এই মন্তব্য করেন। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিন-সানির নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলতে যেয়ে কেঁদে ফেলেন মাশরাফি।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারের দুটি ভুল সিদ্ধান্তে ম্যাচে হারে বাংলাদেশ। এরপর ভুল আম্পায়ারিং নিয়ে ব্যাপক সমালোচনা হয় বিশ্ব ক্রিকেট মহলে। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যাওয়া ওই দুটি সিদ্ধান্তের কড়া সমালোচনা করে পদত্যাগ করেন তখনকার আইসিসি সভাপতি ও সাবেক বিসিবি সভাপতি মুস্তফা কামাল।
সানবিডি/ঢাকা/আহো