ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বন্ধ থাকবে ২ দিন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-১০-০৬ ১৪:০৩:১৭


পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেবা আগামী দুই দিন বন্ধ থাকবে। প্রযুক্তিগত উন্নয়নের জন্য ব্যাংকের এটিএম, পিওএস ও এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের সেবা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গ্রাহকদের জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ৭ অক্টবর সকাল ১১টা থেকে ৮ অক্টবর রাত ১১টা পর্যন্ত শাখা, এটিএম বুথ, পিওএস এবং এজেন্ট ব্যাংকিংসহ সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস