‘বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে আরও ৭ দিন লাগবে’
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৬ ১৫:৩৬:৩৯

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানতে আরও ৭ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ৭ দিন পর তদন্ত শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দেবে কমিটি।
সচিবালয়ে এক বৈঠক শেষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ কথা জানান তিনি। এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।
প্রতিমন্ত্রী বলেন, সঞ্চালনে এখনও কিছুটা পিছিয়ে আছে বিদ্যুৎ বিভাগ। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) আধুনিকায়ন জরুরি। দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিড বাস্তবায়ন করা যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ বিভ্রাট ইস্যুতে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন নসরুল হামিদ। এমন বিদ্যুৎ বিপর্যয় আরও ঘটবে; বিএনপি নেতারা এমন মন্তব্য কী করে করেন, এমন প্রশ্ন তোলেন তিনি। বলেন, এসব মন্তব্য করে নাশকতার চেষ্টা হচ্ছে কিনা সরকার তা খতিয়ে দেখবে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













