

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এদিকে গতকাল বিকালে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। কোনো অনুশীলন ছাড়া, ম্যাচের সকালে ওয়ার্ম-আপকে পুঁজি করেই আজ ম্যাচ খেলার কথা ছিল তার।
দল হিসেবে পারফরম করার চেষ্টাই করবেন লিটন-সোহানরা। ত্রিদেশীয় সিরিজে পারফরম করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান মেহেদী হাসান মিরাজ।
গতকাল তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে এরকম ত্রিদেশীয় সিরিজ আমাদের দলকে অনেক উজ্জীবিত করবে। পাকিস্তান বিশ্বকাপে ভালো করেছে, এশিয়া কাপেও ভালো ক্রিকেট খেলেছে। আশা করি, বড় দুটি দলের সঙ্গে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে, যদি আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারি।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলি, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনাওয়াজ ধানি।
এম জি