ক্যাটস আই চোখের সাজগোজ
প্রকাশ: ২০১৬-০৩-২১ ২০:৫০:৫১
যাদের ক্যাটস আই সাধারণত তাদের গায়ের রং ফর্সা বা লাল। আসুন জেনে নেয়া যাক কিভাবে যত্ন নিবেন ক্যাটস অাই চোখের।
কাজল
কাজল দিয়ে চোখ সাজাতে পারেন। চোখের ওপরের অংশ-অর্থাৎ ওয়াটার লাইনে সাদা এবং নিচে ব্লু বা অ্যাশ-যেকোনো রং টেনে কাজল দিতে পারেন। এ ক্ষেত্রে চোখের পাতার কর্নার থেকে শেষ পর্যন্ত টেনে এঁকে নিতে হবে। ক্যাটস আই চোখের সৌন্দর্য নির্ভর করে টেনে কাজল দেওয়ার ওপর। তবে এ ক্ষেত্রে কাজলের রং গাঢ় কালো বা বাদামি না হয়ে হালকা রং, যেমন অ্যাশ, ব্লু ইত্যাদি বেশি ভালো লাগে। তবে রেড, মেরুন, কপার, ব্রাউন ইত্যাদি টোন মানায় না।
আইশ্যাডো
ন্যাচারাল ব্লু স্টোন, হোয়াইট, ব্রিক স্টোন, অ্যাশ ইত্যাদি রঙের আইশ্যাডো ভালো লাগে। সে ক্ষেত্রে যেকোনো একটি রঙের আইশ্যাডোই ভালো লাগবে। একাধিক রং ব্লেন্ড করে না দেওয়াই ভালো।
মাশকারা
যাঁরা কালার পছন্দ করতে দ্বিধাগ্রস্ত, তাঁরা ব্ল্যাক মাশকারা ব্যবহার করবেন। ক্যাটস আইসহ সব চোখেই ব্ল্যাক মাশকারা মানিয়ে যায়। তবে ফ্যাশনেবল লুক দেওয়ার জন্য ব্রাউন, ব্লু, ডার্ক ব্লু ইত্যাদি মাশকারা পারফেক্ট। এ ছাড়া ফলস আইলাইনস ব্যবহারও অনেক বেশি আকর্ষণীয়।
আই ভ্রু
যাদের ভ্রু ঘন ও মোটা, তাদের ভ্রু আঁকার দরকার নেই। শুধু শেপ ঠিক রাখলেই হবে। তবে ক্যাটস আইয়ের ক্ষেত্রে ভ্রু চুলের মতো লালচে, ব্রাউন ও পাতলা হয় বলে শেপ অনুযায়ী এঁকে নিলে ভালো লাগে।
ক্যাটস আই লেন্স ব্যবহারকারী
যাঁরা লেন্স ব্যবহার করবেন তাঁদের চুল কালো হলে চোখের ওপরের অংশ-অর্থাৎ ওয়াটার লাইনে কালো কাজল ও আইলাইনার মোটা করে লাগাবেন। কাজল বা লাইনার চোখের পাতার কর্নার থেকে শেষ পর্যন্ত টেনে এঁকে নেবেন। শ্যাডো ব্যবহারের যেকোনো একটি সলিড রং বা দুটি কাছাকাছি শেড ব্লেন্ড করে ব্যবহার করবেন। লেন্স ব্যবহারকারীর জন্য উপযোগী শেড হচ্ছে ব্লু, মেরুন, লাইট গ্রিন। লেন্স ব্যবহারকারী যদি আইশ্যাডো ব্যবহার না করতে চান, সে ক্ষেত্রে চোখের ওপরের অংশে সোনালি লাইনারও ব্যবহার করতে পারেন। ক্যাটস আই সাজে স্মোকি সাজ মানায় না।
সানবিডি/ঢাকা/আহো