৯ অক্টোবর থেকে চলাচল করবে ডেমু ট্রেন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-১০-০৯ ১৭:০১:৩৫
দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা ডেমু ট্রেন দেশীয় প্রযুক্তিতে প্রাণ ফিরে পেয়েছে। সচল হওয়া ডেমু ট্রেন রোববার (৯ অক্টোবর) থেকে রংপুর-পার্বতীপুর রুটে চলাচল করবে।
শনিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল।
জানা গেছে, প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রংপুর পৌঁছাবে। আর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রংপুর থেকে ছেড়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে।
চলাচলকারী ট্রেনটির কর্মদক্ষতা সন্তোষজনক হলে এবং পর্যাপ্ত যাত্রী পাওয়া গেলে ভবিষ্যতে পার্বতীপুর থেকে দিনাজপুর, পার্বতীপুর থেকে কাউনিয়া এবং কাউনিয়া থেকে কুড়িগ্রাম রুটেও চলাচল করবে।
২০১৩ সালে চায়না থেকে ৬৪৫ কোটি টাকা ব্যায়ে ২০টি ডেমু ট্রেন আনা হয়। এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এসব ট্রেন পরিচালিত হতো। এসব ট্রেনের ২০ বছর মেয়াদ ধরা হলেও আমদানির মাত্র ৪-৫ বছরের মধ্যে এগুলো বিকল হতে শুরু করে। মাত্র ৯ বছরের মাথায় ২০টি ট্রেনই বিকল হয়ে পড়ে।
এম জি