জিডিটিতে ৩ দশমিক ৫ শতাংশ কমেছে দুগ্ধপণ্যের মূল্যসূচক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-০৯ ০৯:৪৩:৩৫

গ্লোবাল ডেউরি ট্রেডে (জিডিটি) দুই নিলামে ঊর্ধ্বমুখী থাকার পর আবারো কমেছে দুগ্ধপণ্যের মূল্যসূচক। সর্বশেষ নিলামে মূল্যসূচক ৩ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ১৬৬ পয়েন্টে নেমেছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা সংকোচন নীতি, দুর্বল চাহিদা, ঊর্ধ্বমুখী উৎপাদন দুগ্ধপণ্যের দাম কমে যাওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।
জিডিটির দেয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের গড় দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৩ হাজার ৯১১ ডলারে। এবার সব মিলিয়ে সর্বোচ্চ ৩৩ হাজার ৭৬০ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ৩০ হাজার ৮৫২ টন। নিলামে অংশ নিয়েছেন ১৬০ ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। এর মধ্যে জয়লাভ করেছেন ১২৫ জন।
জিডিটি নিলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ননিযুক্ত গুঁড়া দুধ। পণ্যটি থেকে খামারিরা সরাসরি লাভবান হন। সর্বশেষ নিলামে পণ্যটির দাম ৪ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৩ হাজার ৫৭৩ ডলারে। এর পরই রয়েছে ননিবিহীন গুঁড়া দুধের অবস্থান। সর্বশেষ নিলামে পণ্যটির দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৪৯৭ ডলারে। নিলামে সবচেয়ে বড় দরপতন দেখেছে মাখন। পণ্যটির দাম আগের নিলামের তুলনায় ৭ শতংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৪ হাজার ৯৮৩ ডলার মূল্যে। মাখনযুক্ত গুঁড়া দুধের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টন বিক্রি হয়েছে ৩ হাজার ৩৭৪ ডলারে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













