বিশ্ববাজারে বাড়তির দিকে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৩ ০৯:১৩:২৪


বৈশ্বিক বাজারে বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় মূল্য দুর্বল হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীরা মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সেপ্টেম্বরের পলিসি মিটিংয়ের জন্য অপেক্ষা করছেন।

সর্বশেষ কার্যদিবসে স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৬৮ ডলার ৪০ সেন্টে। এর আগে টানা পাঁচ কার্যদিবসে ধাতুটির বাজার নিম্নমুখী ছিল।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মূল্যবান ধাতুটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৭৫ ডলারে।

তথ্য বলছে, অন্যান্য মুদ্রার বিপরীতে সম্প্রতি ডলারের বিনিময় মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। ফলে যুক্তরাষ্ট্রের বাইরের ক্রেতাদের জন্য ধাতুটির দাম কম ব্যয়বহুল হয়ে উঠেছে।

এ বিষয়ে কিনেসিস মানির বিশ্লেষক কার্লো আলবার্তো ডে কাসা বলেন, ডলারের বিনিময় মূল্য কিছুটা দুর্বল হয়ে পড়ায় অনেকে স্বর্ণ ক্রয় করছেন। তবে বেশির ভাগ বিনিয়োগকারী ফেডারেল রিজার্ভ ব্যাংকের মিটিং এবং মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করছেন। ধাতুটির বাজারের জন্য মূল্যস্ফীতির প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ প্রতিবেদনের আলোকেই মুদ্রানীতির পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ধারণ কর হবে।

এনজে