ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মেয়েদের উন্নতি

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১০-১৬ ২১:২০:৫৩


প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে গত মাসে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। ১৩ অক্টোবর মেয়েদের ফুটবলের র‍্যাঙ্কিং সবশেষ হালনাগাদ করেছে ফিফা। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

সাফ জেতার পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের মেয়েদের। নেপালে সাফের শিরোপা জেতার পথে এক ম্যাচেও হারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে সাবিনা-কৃষ্ণারা।

এম জি