এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরপতন অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-১০-১৫ ১১:২৪:৪৭

এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দরপতন অব্যাহত আছে। মজুত বাড়ায় চলতি সপ্তাহেও জ্বালানি পণ্যটির দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
তবে আগামীতে স্বল্প মেয়াদে এলএনজির মূল্য বাড়তে পারে। কারণ, আসন্ন শীতের আগে পূর্বপ্রস্তুতি হিসেবে মজুত বাড়াতে মনোযোগ দেবেন ক্রেতারা। এতে চাহিদা বৃদ্ধি পাবে। ফলে দর বাড়তে পারে। বিশেষ করে ইউরোপে এ ঝুঁকি রয়েছে বেশি।
উত্তর-পূর্ব এশিয়ায় প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির নভেম্বরের গড় সরবরাহ মূল্য স্থির হয়েছে ৩২ ডলার ৫ সেন্টে। গত সপ্তাহের চেয়ে যা ১ ডলার ৫ সেন্ট বা ৪ দশমিক ৪ শতাংশ কম।
অন্যদিকে প্রতি এমএমবিটিইউ এলএনজির ডিসেম্বরের গড় সরবরাহ মূল্য স্থির হয়েছে ৩৪ ডলার ৫ সেন্টে। শিল্প খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।
ট্রিডেন্ট এলএনজি কনসালটেন্সি ফার্মের বৈশ্বিক ব্যবসা প্রধান ও উপদেষ্টা টবি কপসন বলেন, স্পট মূল্যের ক্রমাগত পতন হচ্ছে। এতে চীনের কিছু ক্রেতা আগ্রহী হয়ে উঠেছেন। তবে তা স্থায়ী নয়।
তিনি বলেন, এশিয়ায় আবহাওয়া ঠাণ্ডা হচ্ছে। এতে ডিসেম্বর ও জানুয়ারিতে সরবরাজের জন্য দরপত্র জারি করেছে জাপান ও কোরিয়া। স্টোরেজ বাফারটি পর্যাপ্ত রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













