ইউরোপে ১৪ শতাংশ গ্যাসোলিন রফতানি কমিয়েছে রাশিয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১০-১৬ ০৯:৪২:৫৫

রাশিয়া-ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে ইউরোপের বাজারে গ্যাসোলিন রফতানি কমিয়েছে রাশিয়া। রক্ষণাবেক্ষণজনিত কারণ ও ইউরোপে দুর্বল চাহিদার কারণে রফতানিতে নিম্নমুখিতা তৈরি হয়েছে। খবর রয়টার্স
রাশিয়ার শিল্প অধিদপ্তর ও রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ইউরোপে তেল শোধনাগার রক্ষণাবেক্ষণ এবং স্বল্পমাত্রার চাহিদার কারণে গত সেপ্টেম্বরে রাশিয়া বন্দর, রেলপথ এবং সীমান্ত ক্রসিংগুলোর মধ্য দিয়ে গত মাসে গ্যাসোলিন রফতানি মাসে ১৪ শতাংশ কমিয়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ২০৪ টনে।
উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক জেমস বার্লেহের মতে, ইউরোপে চাহিদার চেয়ে বেশি পরিমাণে গ্যাসোলিনের মজুদ রয়েছে। কেননা এর আগে অঞ্চলটির শোধনাগারগুলো পেট্রল ও ডিজেল মূল্য আনুপাতিক হারে বাড়িয়েছিল।
এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন মার্চ মাস থেকে রাশিয়ান তেল আমদানি কমিয়েছে এবং তারা ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে আমদানি পুরোপুরি বন্ধ করতে সম্মত হয়েছে। সেপ্টেম্বরে বাল্টিক বন্দর উস্ত-লুগার নিয়ন্ত্রণ হারানোর পরে রাশিয়ার পেট্রল রফতানির মূল গন্তব্য ছিল জর্জিয়া, কিরগিজস্তান, মঙ্গোলিয়া এবং তাজিকিস্তান।
এদিকে পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞার পরও রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি ঊর্ধ্বমুখী ছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের পর এ খাত থেকে আয়ও বেড়েছে লক্ষণীয় মাত্রায়। তবে গত মাস থেকে রফতানিতে টান পড়তে শুরু করে। ইউরোপের নিষেধাজ্ঞা কার্যকর হলে রফতানি ব্যাপক হারে কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে পণ্যটির বৈশ্বিক সরবরাহ ঘাটতি চরম আকার ধারণ করবে।
গত মাসের মাসের প্রথমার্ধে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি দৈনিক ৯ লাখ ব্যারেল করে কমেছে। প্রশান্ত মহাসাগরে ঝড় ও বাল্টিক সাগর দিয়ে কার্গোর মাধ্যমে জাহাজীকরণ অপ্রত্যাশিতভাবে কমে যাওয়াকে এর পেছনে দায়ী করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রাশিয়া গড়ে দৈনিক ২৫ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। ২ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে রফতানি করা হয়েছিল গড়ে দৈনিক ৩৪ লাখ ২০ হাজার ব্যারেল। সে হিসাবে রফতানি দৈনিক ৯ লাখ ব্যারেল করে কমেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













