প্রাতিষ্ঠানিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেছেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায়িক স্টাডিজ বিভাগের ৭০ জন শিক্ষার্থীর একটি দল। এ সময় শিক্ষার্থীদের নিয়ে একটি সেশনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১১ অক্টোবর) শিক্ষার্থীদের দলটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেন।
হেড অব ট্রেনিং ও এওয়ারনেস জনাব এম সাদেক আহমেদের পরিচালনায় সেশনে অংশগ্রহণকারী সিএসই টিমের সদস্যদের মধ্যে ছিলেন-সিএফএ, সিআরও মোহাম্মদ মাহাদী হাসান, হেড অব সার্ভিল্যান্স অ্যান্ড মার্কেট অপারেশন মো. নাহিদুল ইসলাম খান, হেড অব ইন্টারনাল অডিট জনাব মোহাম্মদ বরকত শফি, হেড অব ট্রেক কমপ্লায়েন্স জনাব আদনান আব্দুর রকিব।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ টিমের পক্ষ থেকে প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোঃ শামসুল আলম সিদ্দিক, হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল জলিল, গোলাম মোস্তফা, আইসিটি’র সহকারী শিক্ষক জাকারিয়া জাবিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার ফিনান্সিয়াল লিটারেসির কর্মসূচি এবং স্টক মার্কেট উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত এ ধরনের কার্যক্রম আয়োজন করে আসছে।
এম জি