পিআইডির ওয়েবসাইট হ্যাকড

প্রকাশ: ২০১৬-০৩-২২ ১৯:৩৩:১৪


pid_106640তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ওয়েবসাইটটিতে ঢোকা যাচ্ছে না।
পিআইডির ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে লেখা রয়েছে HACKED BY CODE X SOUL.

হ্যাকাররা সেখানে ইংরেজিতে এই সাইটটি হ্যাকের কারণ ব্যাখ্যা করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৭ মার্চ রাষ্টধর্ম ইসলাম নিয়ে রুলের রায় ঘোষণা করা হবে। ৯০ ভাগ মুসলমানের দেশ থেকে ইসলাম বাদ দেয়ার চক্রান্ত চলছে।

এ বিষয়ে মিডিয়াও নীরব ভূমিকা পালন করছে। সবাই ক্রিকেট ও তাসকিনদের নিয়ে ব্যস্ত। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণের জন্য পিআইডির ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো