লাইফ বিমা কোম্পানিগুলোর সার্বিক পারফরম্যান্সের ওপর গ্রেডিং করার উদ্যোগ নিয়েছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। আগামী ২০২৩ সাল থেকে এই গ্রেডিং শুরু হবে বলে জানিয়েছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। রোববার (১৬ অক্টোবর) বিকেলে দেশের সকল লাইফ বিমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
বিমা শিল্পের বিকাশে এ খাতের সম্ভাব্য উন্নয়ন ও সার্বিক অগ্রগতি এবং সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্তৃপক্ষের সকল সদস্য, সকল নির্বাহী পরিচালক, সকল পরিচালক এবং কর্মকর্তা উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক (লাইফ) সামগ্রিক লাইফ বিমা সেক্টরের উপর একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন। উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা হয়।
গণমাধ্যমে পাঠানো আইডিআরএ’র এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা শেষে লাইফ বিমা খাতের উন্নয়নের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়াম্যান বেশ ক’টি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন, যা বিমা খাতকে শক্তিশালীকরণ ও গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে।
গুরুত্বপূর্ণ এসব নির্দেশনার মধ্যে রয়েছে- ২০২২-২০২৫ সাল পর্যন্ত যেসব পলিসির মেয়াদ উত্তীর্ণ হবে সেগুলো পরিশোধের উপায় সংক্রান্ত বিস্তারিত কর্মপরিকল্পনা লাইফ বিমা কোম্পানিসমূহ কর্তৃপক্ষ বরাবর অনতিবিলম্বে দাখিল করবে; লাইফ বিমা কোম্পানিগুলোর বিমা দাবি পরিশোধের হার বাড়াতে হবে এবং দ্রুত সকল বকেয়া নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ বিমা শিল্প উন্নয়ন প্রকল্পের অধীনে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইতোমধ্যে সম্পূর্ণরূপে অটোমেশন করার যে কার্যক্রম চলমান রয়েছে সে প্রেক্ষিতে কর্তৃপক্ষ সম্পূর্ণ অটোমেশনের আওতায় চলে আসলে বিমা কোম্পানিগুলোকে উক্ত সিস্টেমের সাথে সংযুক্ত হতে হবে এবং সে লক্ষ্যে এখন থেকে বিমাকারীদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হাতে নিতে হবে।
সর্বোপরি, বিমা গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং লাইফ বিমা কোম্পানিগুলোর নতুন নতুন প্রোডাক্ট সকলের মাঝে দ্রুত ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বহুল প্রচারণার উদ্যোগ নিতে হবে।
এএ