বিশ্বকাপ প্রস্তুতি

আফগানদের বিপক্ষে দুপুরে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১০-১৭ ০৯:১৩:৫৭


আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার আগে শেষ সুযোগ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। যার প্রথমটি সোমবার (১৭ অক্টোবর) মাঠে গড়াবে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

বিশ্বকাপের মূল একাদশ নির্বাচনের জন্য নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। যার কারণে চার ম্যাচের সবকটিতেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের।

তাই আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে অনেকটাই স্বস্তি মিলবে সাকিব আল হাসানের দলের। আর আরেকটি হার বাংলাদেশের আত্মবিশ্বাসকে টলিয়ে দিতে পারে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে।

টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে মোট আট দেখায় বাংলাদেশের জয় মাত্র ৩টি, যেখানে হারের পাল্লাই ভারী (৫টি)। আর নিরপেক্ষ ভেন্যুতে তো আফগানরা তিন ম্যাচ খেলে তিনটিতেই হারিয়েছে টাইগারদের।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল নিয়ে অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা কাটেনি বিশ্বকাপের আগমুহূর্তেও। সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে সেগুলো কোনোটাই কাজে আসেনি।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।

এম জি