

হোবার্টের বেলেরিভ ওভালে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের খেলায় টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬০ রান। জবাবে ব্যাট হাতে দিশেহারা টিম ওয়েস্ট ইন্ডিজ। ৪২ রানের দাপুটে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড।
সোমবার (১৭ অক্টোবর) হোবার্টে স্কটল্যান্ডের দেওয়া ১৬১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুটা ভালোই করেছিল। কাইল মায়ার্স ১৩ বলে ২০ ও এভিন লুইস ১৩ বলে ১৪ রান করলেও পাওয়ার প্লের দুই বল বাকি থাকতে ১ উইকেটেই ৫৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে স্কটিশ বোলারদের তোপে আর ২৬ রান তুলতে আরও ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দলের এই বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন জেসন হোল্ডার। কিন্তু হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে।
বোলিংয়ে স্কটিশদের মধ্যে মার্ক ওয়াট ১২ রানে ৩টি উইকেট নেন। আর ২টি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।
এর আগে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুন্সি ও মাইকেল জোন্স দুর্দান্ত সূচনা এনে দেন। এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে ৫৫ রান তোলে।
এর পরের ওভারে মাইকেল জোন্সকে বোল্ড করে সাজঘরে ফেরান ক্যারিবীয় পেসার জেসন হোল্ডার। বিদায়ের আগে জোন্স ১৭ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেন। এরপর হোল্ডারের পরের ওভারে ফেরেন ম্যাথিউ ক্রসও (৩)।
অধিনায়ক রিচি বেরিংটন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু তিনিও ১৪ বলে ১ ছক্কায় ১৬ রান করে আউট হয়ে যান। ম্যাকলিওড ১৪ বলে ২৩, লিসাক ৪ ও ক্রিস গ্রিভসের ১১ বলে অপরাজিত ১৬ রানের সঙ্গে জর্জ মুন্সির ক্যারিয়ারের অষ্টম ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে স্কটল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান। এ ছাড়া ওডিন স্মিথের শিকার ১টি।